ঝিনাইদহে স্কুলের কমিটি গঠন নিয়ে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত

Published : ১৭:৫২, ৭ আগস্ট ২০২৫
ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে স্কুল কমিটি গঠন নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সং ঘ র্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আ হ ত হয়েছেন। রক্তমাখা শরীর। তীব্র ব্যাথায় কাতরাচ্ছে সবাই। হাসপাতালের জরুরী বিভাগে কারো মাথা দিয়ে র ক্ত ঝরছে। কেউ ব্যান্ডেজ নিয়ে বসে আছে। এমন সময় একদল মানুষ এসে আ হ ত মানুষগুলোর উপর হামলে পড়লো। শুরু হলো ধ স্তা ধ্ব স্তি ও আ হ ত রোগীদের মারধর জরুরী বিভাগের মধ্যে এমন দৃশ্য দেখে হাসপাতালে আসা সেবা গ্রহীতা সবাই হতবাক। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা সদরের আড়াই’শ বেড হাসপাতালে এই ঘটনা ঘটে। হামলায় আ হ ত রা রোগীরা আরো আ হ ত হয়ে পড়েন।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হন জামায়াত সমর্থিত জহুরুল ইসলঅম। এ নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের মধ্যে মতবিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার (৭ আগস্ট) স্কুল কমিটির সভা চলাকালে দুই পক্ষের মধ্যে সং ঘ র্ষ বেধে যায়। এতে জামায়াতের ৯ জন ও বিএনপির ৬ নেতাকর্মী আ হ ত হন।
বিএনপির আ হ ত রা হলেন, কানুহরপুর গ্রামের ইমাদুর রহমান, একই গ্রামের মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন ও মহারাজপুর গ্রামের রহমতুল্লাহ। জামায়াতের আহতরা হলেন, জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রুপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সলেমান মন্ডল, তোতা মিয়া ও সফর আলী। বিএনপি ও জামায়াত সমর্থিত আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, চার মাস আগে স্কুল কমিটি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এক পক্ষ কমিটি মানতে রাজি না হওয়ায় তারাই হা ম- লা চালায়। এ ঘটনায় এখনো কোনো পক্ষ কোন মামলা করা হয়নি।
A