একই দিনে দেশে আসছে ভয়ংকর দুই ভূতের ছবি

Published : ২২:১১, ৭ আগস্ট ২০২৫
সারাবিশ্বে এক সাথে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দুই দুইটি হরর বা ভৌতিক ঘরানার সিনেমা। একটি হলিউডের ‘ওয়েপনস’ অন্যটি জনপ্রিয় তুর্কি হরর সিনেমার নতুন সিরিজ ‘সিকিন ৮’। ভয়ংকর দুই ভৌতিক সিনেমা একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে। দর্শক জনপ্রিয়তা থাকায় সাম্প্রতিক সময়ে সারাবিশ্বে বেড়েছে হরর ছবি নির্মাণের হার। এ বছর হলিউডের ব্যবসাসফল ছবির তালিকায় চোখে পড়ার মতো ছিল একাধিক হরর সিনেমা।
মার্কিন সংস্থা কমস্কোরের এক পরিসংখ্যান বলছে, চলতি বছর উত্তর আমেরিকার মোট টিকিট বিক্রির ১৭ শতাংশই এসেছে হরর ছবির হাত ধরে, যা ২০২৪ সালে ছিল ১১ শতাংশ; এক দশক আগেও যা ছিল মাত্র ৪ শতাংশ।
প্রযোজক, স্টুডিও প্রধান ও হলমালিকদের মতে, হরর সব সময়ই ছিল উদ্বেগ থেকে মুক্তির উপায়। আজকের দুনিয়ায় সেই মহামারির পরবর্তী ধাক্কা, কৃত্রিম বুদ্ধিমত্তার আশঙ্কা, শরীরের ওপর নিয়ন্ত্রণ হারানোর ভয় বা বর্ণবাদ সবই হরর চলচ্চিত্রে জায়গা করে নিচ্ছে। তেমনি দুটি সিনেমা এবার মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে।
একটি জ্যাক ক্রেগার পরিচালিত আমেরিকান রহস্যময় হরর থ্রিলার সিনেমা ‘ওয়েপনস’। এতে অভিনয় করেছেন যশ ব্রুলিন, জুলিয়া গার্নার, ক্যারি ক্রিস্টোফার, অস্টিন আব্রামস, অ্যামি ম্যাডিগানসহ আরও অনেকে
হরর ছবির জয়রথে যুক্ত হতে যাওয়া নতুন দুই সিনেমা ‘ওয়েপনস’ এবং ‘সিকিন ৮’ আগামী ৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়া বিদেশি দুটি সিনেমা একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে।
A