ময়মনসিংহে পোশাক শ্রমিককে ’দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৩ যুবক

Published : ২২:৫৬, ৭ আগস্ট ২০২৫
ময়মনসিংহের নান্দাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
বুধবার রাতে কুমিল্লা ও নারায়নগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৪ এর অধিনায়ক মো. নয়মুল হাসান।
গ্রেপ্তাররা হলেন- মো. শাকিল মিয়া (২৩), মো. মমিন উদ্দিন (২৩) এবং মো. জাহাঙ্গীর আলম (২৪)। তবে মামলার প্রধান আসামি মামুন মিয়া (২৩) পলাতক আছেন। সবাই উপজেলার গাংগাইল ইউনিয়নের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুর ১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে নয়মুল হাসান বলেন, “নান্দাইল উপজেলার এক গ্রামের এক পোশাক শ্রমিকের (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মামুন মিয়া। গত ১৮ জুলাই রাতে মামুন ওই কিশোরীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে নির্জন স্থানে নিয়ে যান।
“সেখানে জাহাঙ্গীর, শাকিল ও মমিনের সহায়তায় ওই কিশোরীকে ধর্ষণ করেন মামুন। পরে তারাও তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ২২ জুলাই ভুক্তভোগী কিশোরীর বাবা নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।”
তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে কুমিল্লা থেকে মমিন ও জাহাঙ্গীর এবং নারায়ণগঞ্জ থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয় বলে জানান নয়মুল হাসান।
A