গাজীপুর শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুর শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০০, ৯ আগস্ট ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শনিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। নিহতরা রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি এলাকার রায়হান (১০) ও মাহিম (৯)। তারা স্থানীয় রজ্জব আলীর ছেলে ও শাহ্জাহান শিকদারের সন্তান।

রাজাবাড়ি ইউনিয়নের সংরক্ষিত সদস্য মনিরা পারভীন জানান, ওই দুই শিশু বাড়ির পাশে পুকুরের পাড়ে বসে খেলছিল। হঠাৎ করেই তারা পানিতে পড়ে যায় এবং ডুবে যায়। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয় এক কৃষক গরু আনতে গিয়ে পুকুর পাড়ে ছড়িয়ে থাকা স্যান্ডেল ও খেলনার উপস্থিতি দেখে সন্দেহ হয় এবং তা পরিবারের কাছে জানায়।

পরে স্থানীয়রা ওই পুকুর থেকে রায়হান ও মাহিমের মৃতদেহ উদ্ধার করে। পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো: সুরুজ্জামান জানান, শিশুদের মৃত্যুর কারণ পানিতে ডুবে যাওয়া। স্বজনরা কোন অভিযোগ না করায় এবং আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও দুঃখের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় আরও যত্নবান হওয়ার আহ্বান জানাচ্ছেন। স্থানীয় প্রশাসন ও পুলিশ এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সতর্ক থাকার প্রতি গুরুত্বারোপ করেছেন।

শেয়ার করুনঃ
Advertisement