হাসপাতালে ভর্তি ফর্মে স্বামীর স্থানে তুষারের নাম , নীলার ব্যাখ্যা

হাসপাতালে ভর্তি ফর্মে স্বামীর স্থানে তুষারের নাম , নীলার ব্যাখ্যা

The Business Daily

Published : ১৯:৫৫, ৯ আগস্ট ২০২৫

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়, যেখানে একটি হাসপাতালের ভর্তি ফর্মে রোগী নীলার স্বামীর নামের স্থানে ‘তুষার’ লেখা দেখা যায়। ছবি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া শুরু হয়। কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেন, আবার কেউ নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন। ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে নীলা জানান, কয়েক দিন আগে অসুস্থ হয়ে তিনি দ্রুত হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার সময় তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মতো অবস্থায় ছিলেন না। তুষার তখন তার সঙ্গে উপস্থিত ছিলেন এবং ভর্তি প্রক্রিয়া, চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ও আর্থিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিলেন।

নীলার ভাষায়, “তুষার আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। আমার স্বামী তখন বিদেশে ছিলেন, তাই দ্রুত চিকিৎসা শুরু করতে তুষারের নাম ফর্মে দেওয়া হয়েছে। এতে কোনো ব্যক্তিগত বা গোপন উদ্দেশ্য নেই।”

তিনি আরও বলেন, “জরুরি পরিস্থিতিতে যিনি রোগীর দায়িত্ব নেন, তার নাম দেওয়া স্বাভাবিক। আমার ক্ষেত্রে সেটি তুষার ছিলেন। বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় গুজব ছড়ানো ঠিক নয়।” এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি ফর্মে ‘স্বামীর নাম’ শিরোনামটি মূলত রোগীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম বোঝাতে ব্যবহৃত হয়, যা অনেকে ভুলভাবে ব্যাখ্যা করেন। তারা বলেন, জরুরি অবস্থায় যিনি রোগীর জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন, তার নামই ফর্মে লেখা হতে পারে, সেটি স্বামী, স্ত্রী বা অন্য কেউ হতে পারেন। ঘটনাটি থেকে বোঝা যায়, একটি সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া কীভাবে সামাজিক মাধ্যমে ভিন্ন ব্যাখ্যায় বিতর্ক তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল যুগে যেকোনো তথ্য প্রকাশের আগে প্রেক্ষাপট যাচাই করা অত্যন্ত জরুরি।

শেয়ার করুনঃ
Advertisement