ঝিনাইদহ সীমান্তে ডা. দীপু মনির ভাগনে রিয়াজ উদ্দিন আটক

Published : ২২:৫২, ৯ আগস্ট ২০২৫
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগনে রিয়াজ উদ্দিনকে স্থানীয়রা আটক করেছে। এ সময় তিন মানবপাচারকারী দালালও ধরা পড়ে।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জেলেপোতা গ্রামের ক্লাব মোড় এলাকায় স্থানীয়রা তাদের আটক করে। পরে মহেশপুর ৫৮ বিজিবি ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অর্থসহ ভারতে পালানোর চেষ্টা করার সময় রিয়াজ প্রথমে অজ্ঞাত ব্যক্তিদের হাতে ধরা পড়ে। তারা তার কাছ থেকে টাকা নিয়ে মহেশপুর এলাকার দালালদের কাছে হস্তান্তর করে।
শনিবার দুপুরে স্থানীয়রা রিয়াজ উদ্দিনসহ তিন দালালকে আটক করে পুলিশে সোপর্দ করে। মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিয়াজের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।