দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন।

দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১৯, ৯ আগস্ট ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন বলেছেন,  সংগঠন রুকনদের নিকট অনেক বেশী প্রত্যাশা করে। কারণ, তারা শপথের কর্মী। তাই আমাদের কাজের তৎপরতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে এটি আত্মপর্যালোচনার বিষয় যে, ৫ আগস্টের পর যে পরিমাণ কাজ বৃদ্ধি হওয়ার কথা ছিলো তা আমরা পরিনি। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানান। 


তিনি আজ ( শনিবার ০৯ আগস্ট )ঢাকার কেরানীগঞ্জের স্থানীয় একটি মিলনায়তনে কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানা আয়োজিত এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারি শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ও ঢাকা-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহিনুর ইসলাম, জলা কর্মপরিষদ সদস্য  কাজী বেলাল উদ্দিন, ঢাকা-২ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান।

সম্মেলনে মহাগ্রন্থ আল কুরআনের দারসের কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য ও ঢাকা জেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা মুবিনুর রহমান। সম্মেলনে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর মোঃ ইলিয়াস হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রাজ্জাক, বিএম জহিরুল ইসলাম, কাউছার উদ্দিন, মহিউদ্দিন সেলিম, আসাদুল্লাহ আল গালিব ও আব্দুর রশিদ প্রমূখ।


মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, রুকনদের আল্লাহর পথে জীবন ও সম্পদ বিলিয়ে দেয়ার বিষয়ে তিনি সুরা আস সফফের ১০ ও ১১ নং আয়াত উদ্ধৃতি দিয়ে বলেন, আমরা জাহান্নাম থেকে বাঁচতে জানমাল দিয়ে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবো।

আল্লাহর পথে অর্থ দানের প্রতি জোর প্রদান করে বলেন, দান মানুষের বিপদ-মুসিবত দূর করে দেয়। দান করার ক্ষেত্রে সাহাবারা প্রতিযোগিতা করতেন। এমনকি তাবুক যুদ্ধে হযরত ওমর (রাঃ) তার সম্পদের অর্ধেক ও আবু বকর রাঃ ঘরে যা ছিলে সব নিয়ে হাজির হন।

তার কাছে বাড়িতে কী রেখে এসেছেস জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার জন্য আল্লাহ ও তার রাসুলই (সাঃ) যথেষ্ট। নারীদের অবদানের কথা বলতে গিয়ে তিনি খাদিজা (রাঃ) এর সম্পদ রাসুলের মাধ্যমে দ্বীনের জন্য বিলিয়ে দেয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের মা-বোনদেরও দ্বীনের জন্য দানের ক্ষেত্রে আরো এগিয়ে আসতে হবে। সর্বোপরি আগামী নির্বাচনে সকলকে সর্বোচ্চ কাজের মাধ্যমে জামায়াতে ইসলামী তথা ইসলামী সরকার গঠনে কাজ করার আহবান জানান।
 

শেয়ার করুনঃ
Advertisement