অপারেশন সিঁদুরে পাকিস্তানের অন্তত ছয়টি বিমান ধ্বংস, দাবি ভারতের

Published : ১৮:০৯, ৯ আগস্ট ২০২৫
ভারতের বিমানবাহিনী প্রধান অমর প্রীত সিং দাবি করেছেন, পেহেলগাম হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত অপারেশন সিন্দুরে পাকিস্তানের ছয়টি বিমান ধ্বংস করা হয়েছে, যার মধ্যে পাঁচটি যুদ্ধবিমান ও একটি গোয়েন্দা নজরদারি বিমান রয়েছে। ধ্বংস হওয়া ‘বিগ বার্ড’ গোয়েন্দা বিমান পাকিস্তানের আকাশ নজরদারি সক্ষমতায় বড় ধরনের আঘাত হেনেছে। ৩০০ কিলোমিটার দূর থেকে এ বিমান ভূপাতিত করাকে ভারতের পক্ষ থেকে ইতিহাসের সবচেয়ে বড় ‘সারফেস টু এয়ার কিল’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। হামলায় পাকিস্তানের বিমান ঘাঁটিতেও স্থলভিত্তিক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং দাবি করেছেন যে, সম্প্রতি পরিচালিত অপারেশন সিন্দুরে পাকিস্তানের ছয়টি বিমান ভূপাতিত করা হয়েছে। এদের মধ্যে পাঁচটি যুদ্ধবিমান এবং একটি গোয়েন্দা নজরদারি বিমান অন্তর্ভুক্ত। সিং জানিয়েছেন, পেহেলগাম হামলার পর প্রতিশোধমূলক এই অভিযান চালানো হয়, যার ফলে পাকিস্তানের বিমানবাহিনী ও সামরিক অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
অমর প্রীত সিং বলেন, “আমরা ৩০০ কিলোমিটার দূর থেকে পাকিস্তানের একটি গোয়েন্দা নজরদারি বিমান ‘বিগ বার্ড’কে টার্গেট করে ধ্বংস করেছি। এটি এখন পর্যন্ত রেকর্ডকৃত সবচেয়ে বড় সারফেস টু এয়ার কিল।” ভারতের মতে, এই বিমানের ক্ষতি পাকিস্তানের আকাশ নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করেছে।
অভিযানে শুধু আকাশপথে নয়, পাকিস্তানের বিমান ঘাঁটিতে স্থলভিত্তিক ক্ষয়ক্ষতিও ঘটানো হয়েছে। ভারতীয় পক্ষের দাবি, এই হামলায় পাকিস্তানের সামরিক অবকাঠামোতে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে, বিশেষত আকাশ প্রতিরক্ষা এবং গোয়েন্দা সক্ষমতায়।
ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, অপারেশন সিন্দুর শুধু সামরিক সাফল্য নয়, বরং আঞ্চলিক শক্তি প্রদর্শনের একটি কৌশলগত পদক্ষেপ। পাকিস্তানের পক্ষ থেকে এখনো এই ঘটনার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি বা প্রতিবাদ আসেনি। তবে দেশটির গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
এই অভিযানের পর ভারত-পাকিস্তান সীমান্ত অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল দুই দেশের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনি চাইলে আমি এই প্রতিবেদনের সাথে পাকিস্তানের সম্ভাব্য সামরিক ক্ষতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার বিশ্লেষণ অংশ যুক্ত করতে পারি, যাতে খবরটি আরও পূর্ণাঙ্গ হয়ে যায়।
A