বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে : আমীর খসরু

বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে : আমীর খসরু

The Business Daily

Published : ২০:১৪, ৯ আগস্ট ২০২৫

জাতীয় ঐক্যফ্রন্টের যুগ্ম আহ্বায়ক এবং বিএনপির সিনিয়র নেতা আমীর খসরু সাম্প্রতিক এক বক্তব্যে জানিয়েছেন, বিএনপি সরকার গঠন হলে প্রথম দেড় বছরে অন্তত এক কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, “আমাদের পরিকল্পনা এবং কর্মসূচির মাধ্যমে যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থান তৈরি করা হবে, যা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।” আমীর খসরু আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের যুবসমাজের বড় অংশ কর্মহীন রয়েছে, যা সমাজে নানা সমস্যার কারণ হিসেবে দেখা দেয়। তিনি উল্লেখ করেন, “বিএনপির সরকার এসব সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

তিনি জানান, এই কর্মসংস্থান পরিকল্পনায় শিল্প, কৃষি, সেবা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে যাতে তরুণরা কর্মজীবনে আরও ভালোভাবে অবদান রাখতে পারে। বিএনপি নেতার এই ঘোষণা দেশীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশ্লেষকরা বলছেন, যদি কর্মসংস্থান সৃষ্টির এ উদ্যোগ সফল হয়, তবে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তা ইতিবাচক প্রভাব ফেলবে।

তবে সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী সময়ে এই কর্মসূচি কতটা বাস্তবায়ন সম্ভব হবে, তা পর্যবেক্ষণের বিষয় হবে।

শেয়ার করুনঃ
Advertisement