ভুল বুঝে ও ভুল পরিচালনার মাধ্যমে মানুষের ভোগান্তি বাড়াবেন না

ভুল বুঝে ও ভুল পরিচালনার মাধ্যমে মানুষের ভোগান্তি বাড়াবেন না

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪২, ১৩ আগস্ট ২০২৫

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর আন্দোলনকারীদের উদ্দেশে বলেছেন, “ভুল বুঝে, ভুল পরিচালনায় মানুষকে ভোগান্তি দিয়ে কিছু করবেন না।” বুধবার (১৩ আগস্ট) বরিশাল সফরে এসে তিনি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আহ্বান জানান। তার বক্তব্যে উঠে আসে, স্বাস্থ্যখাতের অবকাঠামো উন্নয়ন, লোকবল সংকট নিরসন ও দুর্নীতি দমনে মন্ত্রণালয় ও অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে এবং আন্দোলনকারীদের দাবির সঙ্গে তাদের অবস্থানের কোনো বিরোধ নেই।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে মহাপরিচালক আন্দোলনকারীদের দাবি ও সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনার বিষয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, সুপারিশমালা না জেনে আন্দোলনে নামা সঠিক হবে না। আন্দোলনকারীদের পক্ষ থেকে যদি নতুন বা সংশোধিত কোনো প্রস্তাব আসে এবং তা বাস্তবায়নযোগ্য হয়, তাহলে তা সানন্দে গ্রহণ করা হবে। প্রয়োজনে এসব প্রস্তাব পরবর্তী সরকারের কাছেও হস্তান্তর করা হবে।

সকালে তিনি হাসপাতালের চিকিৎসক, রোগী, স্বজন ও সেবার মান উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে অনশনরত শিক্ষার্থীদের কাছে গিয়ে জুস খাইয়ে অনশন ভাঙানোর চেষ্টা করলেও তারা তা প্রত্যাখ্যান করেন। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলন সমন্বয়কারীরা অভিযোগ করেন, মহাপরিচালকের সঙ্গে তাদের আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। শিক্ষার্থীরা সুশৃঙ্খল আন্দোলন চালালেও সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় তারা গণঅনশন ও সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত রাখবেন।

উল্লেখ্য, স্বাস্থ্যখাতের সংস্কারে তিন দফা দাবিতে শিক্ষার্থীরা টানা ১৭ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যার অংশ হিসেবে নথুল্লাবাদ ও রূপাতলীতে মহাসড়ক অবরোধ করা হয়।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement