কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা: বাস উল্টে পুকুরে

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা: বাস উল্টে পুকুরে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৪, ১৩ আগস্ট ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ থেকে ছেড়ে আসা যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস অন্য আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে যাত্রীদের উদ্ধার কাজে অংশ নেয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহত ১০ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতিতে ওভারটেক করার সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারান। এ ঘটনায় কেউ নিহত না হলেও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক নয়।

ঘটনার পর বাসটি পুকুর থেকে উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন উদ্যোগ নেয়। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, কেয়াবাগান এলাকায় মহাসড়কের ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে রাখতে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

এই দুর্ঘটনা আবারও সড়কে বেপরোয়া গতি ও ওভারটেকের প্রবণতা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এনেছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বৃদ্ধি, চালকদের প্রশিক্ষণ ও কঠোর আইন প্রয়োগ ছাড়া দুর্ঘটনা কমানো সম্ভব নয়।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement