গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন গ্রেফতার

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন গ্রেফতার

সোহাগ মিয়া, রাজবাড়ি

Published : ১৬:০৩, ১৩ আগস্ট ২০২৫

সোমবার রাত ৯টার দিকে রাজবাড়ী গোয়ালন্দে অভিযান চালিয়ে গোয়েন্দা বিভাগের ( ডিবি ) পুলিশের একটি টিম গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেনকে গ্রেফতার করে।

রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ মফিজুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

জানা গেছে এছাড়াও তার বিরুদ্ধে ঢাকায় একটি হ"ত্যা মামলাতেও আসামি হিসেবে তার নাম রয়েছে।
ডিবি পুলিশের ওসি মোঃ মফিজুল ইসলাম জানিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement