পাথর উত্তোলনে লুটপাট রোধে দুদকের অভিযান

পাথর উত্তোলনে লুটপাট রোধে দুদকের অভিযান

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৪৩, ১৩ আগস্ট ২০২৫

সিলেটের ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলন ও লুটপাটের অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান শুরু করেছে। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের অসাধু ব্যক্তিদের সঙ্গে যোগসাজশে কোম্পানি ও ব্যক্তি কর্তৃক রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) দ্রুত কার্যক্রম গ্রহণ করে।

আজ বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা। উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, কমিশন অভিযানের মাধ্যমে অবৈধ কার্যক্রমে জড়িতদের চিহ্নিত ও দায়বদ্ধ করতে কঠোর পদক্ষেপ নেবে। অভিযানের সময় স্থানীয় প্রশাসনও সহযোগিতা প্রদান করছে।

উল্লেখ্য, ভোলাগঞ্জ এলাকার সাদাপাথর ও সংলগ্ন স্থানগুলোতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন হয়ে আসছিল। স্থানীয়রা জানিয়েছেন, এই কার্যক্রমে স্থানীয় প্রশাসনের কিছু কর্মকর্তা ও রাজনৈতিক নেতার যোগসাজশ ছিল। অবৈধ উত্তোলনের ফলে সরকারকে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে এবং পরিবেশগতও নাশকতা ঘটেছে।

দুদকের এই অভিযান অব্যাহত থাকলেও ইতিমধ্যে কিছু অবৈধ কার্যক্রমে জড়িত ব্যক্তি ও মালিকের উপস্থিতি ধরা পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, অভিযান শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কমিশন নিশ্চিত করবে যে, ভবিষ্যতে এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ থাকে।

দুদকের অভিযানকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছেন যে, এই অভিযান ভবিষ্যতে অবৈধ সম্পদ লুটপাটের ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সরকারের সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে।

এই প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে যে, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ও আইনশৃঙ্খলা বজায় রাখতে দুদকের পদক্ষেপ কার্যকর ও সময়োপযোগী।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement