চা-সিঙ্গারার দাম নিয়ে বিরোধ, দোকানদার গুলিবিদ্ধ

চা-সিঙ্গারার দাম নিয়ে বিরোধ, দোকানদার গুলিবিদ্ধ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৫০, ১৩ আগস্ট ২০২৫

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজার এলাকায় চা-সিঙ্গারা খেয়ে বাকি টাকা না দেওয়ার জেরে হোটেল মালিককে গুলি করার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। হামলাকারী গোলাপ মিয়া। এতে হোটেল মালিক ওয়াসিম মিয়া ও উপস্থিত এক নারী সেলিনা বেগম আহত হন।

ওয়াসিম মিয়া ওই এলাকার হোটেল ব্যবসায়ী ও পার্শ্ববর্তী ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে। গুলিবিদ্ধ সেলিনা বেগম একই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে গোলাপ মিয়া হোটেলে চা-সিঙ্গারা খেয়ে বাকি টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। ওয়াসিম মিয়া তাকে বাধা দিলে, গোলাপ ক্ষিপ্ত হয়ে হোটেল মালিকের পায়ে গুলি চালান। এ সময় সেখানে উপস্থিত সেলিনা বেগম গোলাপকে নিবৃত্ত করার চেষ্টা করলে তার পায়েও গুলি করে গোলাপ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার। তিনি বলেন, হামলাকারীকে গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা এলাকায় সন্ত্রাস ও সহিংসতার একটি উদ্বেগজনক দিক তুলে ধরেছে। তারা আশা প্রকাশ করেন, পুলিশ দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে হামলাকারীকে আইনের আওতায় আনবে।

পুলিশ ঘটনার পর থেকে এলাকায় সতর্কতা বৃদ্ধি করেছে এবং জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে এবং তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের সম্পূর্ণ প্রেক্ষাপট উদঘাটনের চেষ্টা চলছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement