বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারের দাবি উঠল

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারের দাবি উঠল

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৩, ১৩ আগস্ট ২০২৫

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এবং সারজিস আলমের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার নিন্দা জানিয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় শহরের পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলায় বিপ্লবী ছাত্রজনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলন আয়োজন করেন।

বক্তারা অভিযোগ করেন, ফজলুর রহমান গণঅভ্যুত্থানকে অস্বীকার করে আন্দোলনকারীদের বিরুদ্ধে সন্ত্রাসীসহ নানা মিথ্যা অভিযোগ তুলেছেন। তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে কিশোরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানানো হয়—অবিলম্বে ফজলুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হোক।

বক্তারা আরও বলেন, ফজলুর রহমানের মন্তব্য শহীদ ও আহতদের অপমান করেছে, যা দলীয় ঐক্য ও আন্দোলনের মর্যাদা ক্ষুণ্ন করেছে। তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে ছাত্র-জনতা কঠোর কর্মসূচি ঘোষণা করবে এবং এর দায় বিএনপিকে বহন করতে হবে।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া, সদস্য সচিব ফয়সাল প্রিন্সসহ অন্যান্য সাবেক নেতারা উপস্থিত ছিলেন। তারা সারজিস আলমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেন এবং মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement