সচিবালয়ে শিক্ষকদের প্রতিনিধি দল, প্রত্যাশায় হাজারো শিক্ষক

সচিবালয়ে শিক্ষকদের প্রতিনিধি দল, প্রত্যাশায় হাজারো শিক্ষক

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২৯, ১৩ আগস্ট ২০২৫

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকরা বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ের অভিমুখে পদযাত্রা না করে পুলিশ সহায়তায় ১২ সদস্যের প্রতিনিধি দল পাঠান। দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করা এই প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। যাওয়ার আগে শিক্ষকেরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অপেক্ষা করতে থাকেন।

পদযাত্রা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। শিক্ষকেরা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছে। কুমিল্লা থেকে আগত শিক্ষক আনোয়ার হোসেন জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর শিক্ষকেরা সুসংবাদ নিয়ে ফিরে আসবেন, যা আন্দোলনের দীর্ঘদিনের দাবি পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ জানিয়েছে, ২০১৮ সালে দীর্ঘ আন্দোলনের পর তৎকালীন সরকার বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা কার্যকর করেছিল। সেই সময় প্রতিশ্রুতি ছিল পরবর্তী মেয়াদে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের। তবে পরবর্তী সরকার তা বাস্তবায়ন না করায় আন্দোলন এখনও চলমান।

প্রতিনিধি দলের মাধ্যমে শিক্ষকেরা তাদের দাবির সুস্পষ্ট বার্তা দিচ্ছেন। তারা সরকারের কাছে প্রজ্ঞাপন জারি এবং জাতীয়করণের রোডম্যাপ বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন। শিক্ষকরা আশাবাদী যে বৈঠকের ফলশ্রুতিতে দীর্ঘদিনের দাবি পূরণ হবে। শিক্ষকদের উপস্থিতি ও শান্তিপূর্ণ প্রতিরোধ কার্যক্রম সরকারের নজর আকর্ষণ করেছে এবং সম্ভাব্য সিদ্ধান্তে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রশাসন জানিয়েছে, উপস্থিত শিক্ষকেরা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখছেন এবং বৈঠকের পর ফিরে আসার পর আন্দোলনের পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement