নিজের জানাজার সময় জানালেন হিরো আলম

নিজের জানাজার সময় জানালেন হিরো আলম কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও রিয়া মনি

The Business Daily Desk

Published : ১৬:৩৬, ১৩ আগস্ট ২০২৫

আবারও আত্মহত্যার হুমকি দিয়ে জানাজা সময় জানিয়ে ফেসবুক পোস্ট দিলেন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম।

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় তার জানাজা অনুষ্ঠিত হবে বলে নিজেই ঘোষণা দিয়ে এই পোস্ট দেন তিনি।

১২ আগস্ট ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া পোস্টটি পাঠকদের জন্য হুবাহুব তুলে ধরা হলো।

পোস্টে হিরো আলম লিখেন, ‘রিয়া মনি মিথ্যা কথা বলে’।

তিনি আরও লিখেন,তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলমের ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাবো।   রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব আমি রিয়াল ছিলাম। বুধবার বিকাল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।

এর আগে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। সে সময় বগুড়ার ধুনটে গিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ সেবন করেন তিনি। পরে এক বন্ধু দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

 

শেয়ার করুনঃ
Advertisement