বাংলাদেশি ঝুমু পেলেন জাতিসংঘ মহাসচিবের যুব উপদেষ্টা পদ

বাংলাদেশি ঝুমু পেলেন জাতিসংঘ মহাসচিবের যুব উপদেষ্টা পদ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫২, ১৩ আগস্ট ২০২৫

বাংলাদেশের তরুণ জলবায়ু কর্মী ফারজানা ফারুক ঝুমু জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) জাতিসংঘ তাদের ওয়েবসাইটে পরিষদের তৃতীয় দলের সদস্যদের নাম ঘোষণা করে। এবারের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের জলবায়ু অধিকার ও যুব সংগঠন থেকে মনোনীত মোট ১৪ জন তরুণ-তরুণী স্থান পেয়েছেন।

জাতিসংঘের ইউথ ২০৩০ স্ট্র্যাটেজি ও আওয়ার কমন এজেন্ডার অংশ হিসেবে পরিচালিত এই পরিষদের মেয়াদ ঘোষণার দিন থেকেই কার্যকর হয়েছে। জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়, পরিষদটি মহাসচিবকে বাস্তবসম্মত ও ফলাফলভিত্তিক পরামর্শ দিয়ে বৈশ্বিক জলবায়ু নীতি ও উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করবে।

এবারের পরিষদে সদস্য সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১৪ জন করা হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, বিশ্বজুড়ে নাগরিক সমাজের কাজের সুযোগ সীমিত হয়ে আসার প্রেক্ষাপটে অংশগ্রহণের সুযোগ বিস্তৃত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফারজানা ফারুক ঝুমু কাঠপেন্সিল নামের উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা, যা শিশু অধিকার, লিঙ্গ সমতা ও জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে থাকাকালীন জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকার শিশুদের দুর্দশা প্রত্যক্ষ করেই তিনি এই আন্দোলনে যুক্ত হন। পরবর্তীতে ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও এলাকার (MAPA) সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি পিপলস ক্লাইমেট ডিপ্লোমেসি প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী হিসেবে কাজ করছেন, যেখানে তরুণ জলবায়ু কর্মীদের বৈশ্বিক জলবায়ু আলোচনায় কার্যকরভাবে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হয়। এছাড়া, ইউনিসেফ বাংলাদেশের যুব দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন ঝুমু।

জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে ঝুমুর মনোনয়ন বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement