জামালপুরে গলায় চানাচুর আটকে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু

জামালপুরে গলায় চানাচুর আটকে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩১, ১৪ আগস্ট ২০২৫

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার কোনাবাড়ী গ্রামে চানাচুর খাওয়ার সময় গলায় আটকে সুমাইয়া খাতুন (১১ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া পৌরসভার মাইজবাড়ী এলাকার বাসিন্দা সাইদুল রহমানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সেদিন সকালে মা তার শিশুকে নিয়ে নানীর বাড়ি বেড়াতে যান। রাতে ঘরের কাজে ব্যস্ত থাকার সময় শিশুকে বিছানায় বসিয়ে রাখেন। বিছানায় থাকা চানাচুর খেলতে খেলতে মুখে দেয় সুমাইয়া। অল্প সময়ের মধ্যে চানাচুর গলায় আটকে গেলে শ্বাস নিতে কষ্ট শুরু হয় তার। পরিবারের সদস্যরা চেষ্টা করেও চানাচুর বের করতে ব্যর্থ হন।

পরে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তিনি বলেন, “শ্বাসনালীতে খাবার আটকে শ্বাসরোধ হয়ে শিশুটি মারা গেছে।”

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ছোট শিশুদের খাবারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, শিশুদের বয়স অনুযায়ী খাবার নির্বাচন এবং তাদের খাবার সময় পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি। কারণ, এ ধরনের দুর্ঘটনা প্রায়ই প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement