জেলেনস্কি দাবি, পুতিন ধাপ্পাবাজি করছেন, ট্রাম্পকে আগেই সতর্ক করেছ

Published : ১৩:৩৬, ১৪ আগস্ট ২০২৫
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করার যে ইচ্ছা প্রকাশ করেছেন, তা বাস্তবে ‘ব্লাফ’ বা ধাপ্পাবাজি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগেই এই বিষয়ে সতর্ক করেছেন। জেলেনস্কির মন্তব্য বার্তাসংস্থা রয়টার্স বুধবার রাতে প্রতিবেদন করে।
জেলেনস্কি বলেন, “আমি মার্কিন প্রেসিডেন্ট ও আমাদের ইউরোপীয় সহযোগীদের জানিয়েছি, পুতিন ধাপ্পাবাজি করছেন। আলাস্কা বৈঠকের আগে তিনি ইউক্রেনের পুরো ফ্রন্টে চাপ তৈরি করছেন। রাশিয়া দেখাতে চাইছে যে তারা পুরো ইউক্রেন দখল করতে সক্ষম।”
তিনি আরও উল্লেখ করেন, পূর্ব ইউক্রেনে রুশ বাহিনী কিয়েভকে ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করার জন্য চাপ বৃদ্ধি করছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্টজের সঙ্গে বার্লিনে যৌথ ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, দুই নেতার আসন্ন বৈঠক তিন বছর ছয় মাস ধরে চলা যুদ্ধের শান্তি চুক্তি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা হতে পারে বলে কিয়েভ ও তার মিত্ররা আশঙ্কা করছে।
জেলেনস্কি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে এই তথ্য শেয়ার করেছেন এবং রাশিয়ার কৌশল সম্পর্কে সতর্ক করেছেন। তিনি জোর দিয়ে বলেন, পুতিনের ‘ধাপ্পাবাজি’ ইউক্রেনের জনগণ ও ফ্রন্টলাইন সেনাদের ওপর চাপ সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টি সতর্কবার্তা হিসেবে উপস্থাপন করা প্রয়োজন।
জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য রাশিয়ার এই চাপ সাম্প্রতিক কৌশলের অংশ। তিনি আন্তর্জাতিক নেতাদের সহযোগিতা ও সমর্থনের ওপর জোর দিয়েছেন, যাতে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করা যায় এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর প্রতিক্রিয়া গড়ে তোলা সম্ভব হয়।
BD/AN