সিএনজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক বাসসহ ১১ যানবাহন পুড়ে ছাই

Published : ১৩:৫৭, ২১ আগস্ট ২০২৫
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে একটি লোকাল বাস, ৯টি সিএনজিচালিত অটোরিকশা এবং দুটি মোটরসাইকেল। এ ঘটনায় স্টেশনের দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় ‘হোসাইন ইমন-লিমন’ নামের একটি লোকাল বাসে গ্যাস রিফুয়েলিং চলাকালীন আচমকা বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। এতে পুরো সিএনজি স্টেশন ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলের দ্বিতীয় তলায় ঘুমানো ৫-৬ জন কর্মকর্তা ও কর্মচারী জানালা দিয়ে লাফিয়ে প্রাণে বাঁচেন।
অগ্নিকাণ্ডে আহত স্টেশনের কর্মচারী নাইম আহমেদ (২৮) ও রাসেল মিয়া (৩০) গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেটে পাঠানো হয়েছে।
খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে দ্রুত পৌঁছে টানা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের হবিগঞ্জ উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিফুয়েলিং চলাকালীন যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ক্ষতি হয়ে দিশেহারা হয়েছেন সিএনজি স্টেশনের মালিক ও চালকরা। স্থানীয়রা বলছেন, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ফিলিং স্টেশনগুলোতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
BD/AN