ত্রয়োদশ নির্বাচন সামনে, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

ত্রয়োদশ নির্বাচন সামনে, প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:২২, ২১ আগস্ট ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা।

তবে ব্যস্ততার কারণে প্রধান নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। একইভাবে জাপান সফরে থাকায় ইসি সচিবও বৈঠকে যোগ দিতে পারেননি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। বিষয়বস্তু অনেক হওয়ায় একদিনে শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আগামী রোববার বা সোমবার পর্যন্ত আলোচনার সময় লাগতে পারে।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। এরপর সবকিছু চূড়ান্ত করে প্রকাশ করা হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement