সাভারে মিষ্টি বিতরণ হচ্ছে রাহুল চন্দকে ওএসডি করায়

Published : ১৯:১৭, ২১ আগস্ট ২০২৫
সাভারের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্থানান্তর করা হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সাভারের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করা হয়। বিশেষ করে ‘জুলাই আন্দোলন’-এর ক্ষতিগ্রস্ত পরিবার ও আন্দোলনকারীরা তার গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।
জুলাই আন্দোলনের সময় সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাহুল চন্দ সক্রিয় ভূমিকা পালন করতেন। প্রতিদিন সকালে বুলেটপ্রুফ জ্যাকেট পরে মাঠে নেমে পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে বৈঠক করতেন। তার নির্দেশে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।
শুধু ওএসডি নয়, গ্রেপ্তার ও বিচারের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা। সাভার পৌর বিএনপির প্রচার সম্পাদক ও জুলাই আন্দোলনের আহত যোদ্ধা নাসির উদ্দিন উকিল জানান, “ফ্যাসিস্টদের শীর্ষ” রাহুল চন্দের ওএসডি হওয়ার খবর পেয়ে তারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিষ্টি বিতরণ করেছেন। তিনি রাহুল চন্দের যথাযথ শাস্তির দাবিও জানান।
প্রসঙ্গত, গত বুধবার ‘আমার দেশ’ পত্রিকায় “সাভারের গণহত্যার নির্দেশদাতা রাহুল এখন রাজাপুরের ইউএনও” শিরোনামে সংবাদ প্রকাশের পর রাজাপুরসহ পুরো ঝালকাঠি জেলায় উত্তেজনা সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী রাহুল চন্দের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেন। এরপরই তাকে রাজাপুর থেকে প্রত্যাহার করে ওএসডি করা হয়।
BD/AN