ভোটের আগেই নতুন ধারা: উমামা ফাতেমা নেতৃত্বাধীন প্যানেল

ভোটের আগেই নতুন ধারা: উমামা ফাতেমা নেতৃত্বাধীন প্যানেল

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৪, ২১ আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নতুন প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।

‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল’ নামে ঘোষিত এই প্যানেলে ভিপি প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন উমামা ফাতেমা।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্যানেলটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

প্যানেলের অন্যান্য প্রার্থী হলেন জিএস প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভূঁইয়া এবং এজিএস প্রার্থী হিসেবে জায়েদ আহমেদ।

ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ডাকসুর ২৮টি পদে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর আগে বিক্রি হয়েছিল ৬৫৮টি মনোনয়নপত্র, তবে ১৪৯টি জমা দেওয়া হয়নি।

হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি, যার মধ্যে ৩১৮টি জমা দেওয়া হয়নি।

 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement