রাতের অন্ধকারে গলা কেটে মা-মেয়েকে হত্যা

রাতের অন্ধকারে গলা কেটে মা-মেয়েকে হত্যা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৮, ২১ আগস্ট ২০২৫

খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বাগানটিলা এলাকায় মা-মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে কোনো এক সময় ঘটে এই মর্মান্তিক ঘটনা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে খবর ছড়িয়ে পড়লে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মঈন উদ্দীন।

নিহতরা হলেন—আমেনা বেগম (৯৫) এবং তার মেয়ে রাহেনা বেগম (৪২)।

প্রতিবেশীরা জানান, প্রতিদিন সকালে বাড়ির গরু ও হাঁস-মুরগি বাইরে বের হয়। কিন্তু সেদিন সকাল সাড়ে ৯টার দিকে কোনো নড়াচড়া না দেখে তারা ঘরে ঢুকে মা-মেয়ের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। জানা যায়, আমেনা বেগমের দুই মেয়ে ও পাঁচ ছেলে রয়েছে। জমিজমা লেখে দেওয়া নিয়ে তাদের পারিবারিক বিরোধ চলছিল।

ওসি মঈন উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে সিআইডিকে জানানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে, জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

Source: Rtv Online  

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement