ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আয় গাজায় দেবে নরওয়ে

ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আয় গাজায় দেবে নরওয়ে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৬, ২১ আগস্ট ২০২৫

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নরওয়ে আগামী ১১ অক্টোবর ইসরায়েলের মুখোমুখি হবে। এই খেলায় অর্জিত আয় পুরোপুরি গাজায় জরুরি সহায়তা কার্যক্রমে দান করার ঘোষণা দিয়েছে নরওয়ের ফুটবল ফেডারেশন।

গত মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস। তিনি জানান, টিকিট বিক্রি আগামী সপ্তাহ থেকে শুরু হবে। তিনি বলেন, “গাজার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে যে মানবিক কষ্ট ভোগ করেছেন এবং ভয়াবহ আক্রমণের শিকার হয়েছেন, তা আমরা কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান নিরবভাবে সহ্য করতে পারি না। আমরা চাই এই ম্যাচের আয় এমন একটি মানবিক সংস্থাকে দিতে, যারা প্রতিদিন গাজায় মানুষের জীবন বাঁচাতে এবং জরুরি সহায়তা দিতে কাজ করছে।”

তবে বুধবার নরওয়ের সিদ্ধান্তের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলি ফুটবল ফেডারেশন। তারা বলেছে, নরওয়েকে অবশ্যই ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ও জিম্মি নেওয়ার ঘটনাকেও সমানভাবে নিন্দা জানাতে হবে। এছাড়া নিশ্চিত করতে হবে যে এই অর্থ সন্ত্রাসী গোষ্ঠীর হাতে যাবে না।

গত বছরের অক্টোবর থেকে নিরাপত্তার কারণে ইসরায়েল তাদের নিজস্ব দেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছে না। নরওয়ের বিপক্ষে ‘হোম’ ম্যাচ তারা হাঙ্গেরিতে খেলেছিল, যেখানে নরওয়ে ৪-২ গোলে জয় লাভ করে। এবার ইসরায়েলের সামনে প্রতিশোধের সুযোগ রয়েছে।

উলেভাল স্টেডিয়ামে সাধারণত জাতীয় দলের খেলায় ২৬ হাজার দর্শক উপস্থিত থাকেন। তবে এই ম্যাচে অতিরিক্ত নিরাপত্তার কারণে মাত্র তিন হাজার দর্শক মাঠে খেলা দেখতে পারবেন।

 

Source: Rtv Online  

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement