ধর্ষণের চেষ্টা ব্যর্থ, পরিত্যক্ত টয়লেটে ছোঁয়ামনিকে হত্যা

Published : ১৩:২৩, ২৪ আগস্ট ২০২৫
সিরাজগঞ্জের রায়গঞ্জে সাত বছরের শিশু ছোঁয়ামনিকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় নিহতের ফুপাতো ভাই মনিরুল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে বিকেলে রায়গঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জিহাদ।
জানা গেছে, জিহাদ উল্লাপাড়া উপজেলার হাওড় গ্রামের জিল্লুর রহমানের ছেলে। নিহত ছোঁয়ামনি রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমুড়া গ্রামের সুমন শেখের মেয়ে।
ডিবি পুলিশের এসআই নাজমুল হক রতন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে জিহাদ। সে জানায়, ২০ আগস্ট সকালে মাদ্রাসা থেকে ফেরার পথে ছোঁয়ামনিকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি পরিবারকে বলে দেবে ভয়ে শিশুটিকে প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটের দেয়ালে আছড়ে হত্যা করে সে।
BD/AN