ইসহাক দারের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা

ইসহাক দারের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩৭, ২৪ আগস্ট ২০২৫

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক রাখার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাস ভবন ফিরোজায় তিনি বৈঠকে অংশ নেন। বৈঠকটি চলেছে প্রায় ৪৫ মিনিট। ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে ইসহাক দারের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এছাড়া পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।

ডা. জাহিদ হোসেন আরও জানান, বৈঠকে খালেদা জিয়ার দীর্ঘদিনের অসুস্থতা বিষয়ক স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া হয়েছে। দেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে দুই দেশের বিভিন্ন বিষয় এবং সার্ক সংক্রান্ত বিষয় নিয়ে কথা হয়েছে। বৈঠকে সার্ক প্রতিষ্ঠাকালীন স্মৃতিচারণ, শহীদ প্রেসিডেন্টের সঙ্গে সার্কের ঘোষণা এবং পাকিস্তান সফর নিয়ে কুশল বিনিময় করা হয়।

তিনি বলেন, বৈঠকে দুই দেশের মানুষকে আরও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত করার উপায় এবং আন্তর্জাতিক অঙ্গনে একসঙ্গে কাজ করার সম্ভাবনার ওপর আলোকপাত করা হয়েছে। নির্বাচনের বিষয়ে সরাসরি আলোচনা হয়নি, তবে পাকিস্তান আশাবাদ প্রকাশ করেছে যে বাংলাদেশ নির্বাচনের দিকে এগোচ্ছে এবং এর নেতৃত্ব দেবে তারেক রহমান। এছাড়া সার্ককে গতিশীল করার জন্য বাংলাদেশ জাতীয়বাদী দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement