ফাওজুল কবির খান: ফলকে কেন আমার নাম থাকবে?

Published : ১৬:৪৮, ২৪ আগস্ট ২০২৫
ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ রোববার (২৪ আগস্ট) সকালে উন্মুক্ত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সময় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সেখানে নিজের নাম ফলকে দেখে ক্ষুব্ধ হন এবং উন্মোচন না করে তা পরিবর্তনের নির্দেশ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর তিনি মঞ্চের বাম পাশে স্থাপিত ফলকটি দেখেন, যেখানে লাল মখমলের কাপড়ে লেখা শ্বেত পাথরে তার নাম কালো কালি দিয়ে অঙ্কিত ছিল। তিনি মন্তব্য করেন, “এটা কি আমার বাপের টাকায় করা হচ্ছে, তাহলে ফলকে কেন আমার নাম থাকবে?” এরপর দ্রুত ফলক পরিবর্তনের নির্দেশ দেন।
পরবর্তীতে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান টোল প্লাজায় গিয়ে ফিতা কেটে রাসক উদ্বোধন করেন এবং নির্ধারিত টোল দিয়ে এক্সপ্রেসওয়ে অতিক্রম করেন, তবে ফলক উন্মোচন করেননি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন এবং প্রকল্পের দেশী-বিদেশি কর্মকর্তারা।
BD/AN