নবীগঞ্জে বিএনপির নতুন কমিটির বিরুদ্ধে জুতা-ঝাড়ু মিছিল

Published : ২০:১২, ২৪ আগস্ট ২০২৫
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা। রোববার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে শহরে জুতা ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার পয়েন্টে গিয়ে সমাবেশে পরিণত হয়। বক্তারা অভিযোগ করেন, নবঘোষিত কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের জায়গা না দিয়ে বিতর্কিতভাবে পদ বণ্টন করা হয়েছে। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় মামলা-হামলা, কারাবাস ও ঘরবাড়ি ছাড়া অবস্থায় থেকেও যারা আন্দোলনে ছিলেন, তাদের উপেক্ষা করে একটি অযোগ্য কমিটি গঠন করা হয়েছে।
পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, আব্দুল মুক্তাদির চৌধুরী, আব্দুল বারিক রনি, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, আবুল খায়ের কায়েদ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ হারুন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, শাহজাহান চৌধুরীসহ আরও অনেকে।
বক্তারা নতুন কমিটি বাতিলের দাবি জানিয়ে বলেন, প্রকৃত আন্দোলনকারী ও ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে একটি গ্রহণযোগ্য নেতৃত্ব গঠন করতে হবে।
BD/AN