গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ার ২০টির বেশি শহরে বিক্ষোভ

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ার ২০টির বেশি শহরে বিক্ষোভ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৪৩, ২৪ আগস্ট ২০২৫

অস্ট্রেলিয়ার ২০টিরও বেশি শহরে গাজায় যুদ্ধবিরতি দাবি করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ আগস্ট) ব্রিসবেন শহরের কেন্দ্র থেকে হাজারো মানুষ ভিক্টোরিয়া ব্রিজ অতিক্রম করে মিছিল করেছেন। তারা গাজায় চলমান যুদ্ধ থামানো, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং দুর্ভিক্ষ ও অনাহার বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

এই বিক্ষোভটি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে অনুষ্ঠিত এক ‘ডে অফ অ্যাকশন’-এর অংশ হিসেবে আয়োজিত হয়েছে। রাজধানীসহ ২০টিরও বেশি শহরে মানুষ অংশগ্রহণ করেছে। যদিও বিভিন্ন স্থানে পুলিশ উপস্থিত ছিল, পুরো বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এর আগে শুক্রবার (২২ আগস্ট) জাতিসংঘ প্রথমবারের মতো গাজা সিটি ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। গাজার পরিস্থিতি বর্তমানে দুর্ভিক্ষের পঞ্চম পর্যায়ে পৌঁছেছে। এই পর্যায়ে চরম ক্ষুধায় অনেক মানুষ প্রাণ হারাতে পারে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ দুর্ভিক্ষের চরম প্রভাব খান ইউনিস ও দেইর আল-বালাহসহ আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়তে পারে, যার ফলে গাজায় ৫ লাখেরও বেশি মানুষ ভয়াবহ অনাহারের কবলে পড়বে।

সূত্র: আল জাজিরা।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement