রুমিন ফারহানা বিএনপির ‘আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’: এনসিপি নেতা

Published : ১৯:২৮, ২৪ আগস্ট ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপির রুমিন ফারহানা আসলে ‘আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আমলে রুমিন সব ধরনের সুবিধা ভোগ করেছেন।
রোববার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহসহ কয়েকজনকে মারধরের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আওয়ামী লীগপন্থি যাদের মনে হয়, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। তিনি প্রায়ই বলেন, গত ১৫ বছর তিনি ভালো ছিলেন। অবশ্যই তিনি ভালো থাকবেন, কারণ তিনি আওয়ামী সরকারের সব সুযোগ-সুবিধাই নিয়েছেন।”
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ভূমিকা বরাবরই প্রশ্নবিদ্ধ। তাঁর দাবি, “শুনানিতে পুলিশ নিরব দর্শক হয়ে ছিল। আমাদের নেতাকর্মীদের কমিশনে ঢুকতে বাধা দিয়েছে, অথচ বিএনপির কর্মীদের ‘ফ্রি এন্ট্রি’ দেওয়া হয়েছে। এতে মনে হয় কমিশন এখন কিছু দলের পার্টি অফিসে পরিণত হয়েছে।”
রুমিন ফারহানার বক্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিএনপির এই নেত্রী অভিযোগ করেছিলেন, বিএনপির লোকজনই তাঁকে ধাক্কা মেরেছে। এ বিষয়ে হাসনাত বলেন, “যদি তাঁর কথা সত্যি হয়, তাহলে বিএনপি এখন নিজের নেতাকর্মীদেরও নিয়ন্ত্রণে রাখতে পারছে না। এত বড় সংগঠন, অথচ শৃঙ্খলা নেই—এটাই প্রমাণিত।”
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ দাবি করেন, শুনানিতে যোগ দিতে গেলে তাঁকে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে রুমিন ফারহানা নিজে তাঁকে ধাক্কা দেন এবং তাঁর লোকজন হামলা চালায়। “আমাকে পায়ে ফেলে নির্মমভাবে মারধর করা হয়েছে। এটি পরিকল্পিত হামলা ছিল, যাতে আমি আমার বক্তব্য উপস্থাপন করতে না পারি,” অভিযোগ করেন তিনি।
আতাউল্লাহ বলেন, এ ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার হওয়া উচিত। আর তা ব্যর্থ হলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন তিনি।
BD/AN