জনি-রনির গ্যাংয়ের তাণ্ডবে কুপিয়ে জখম পুলিশ, তদন্তে নেমেছে তেজগাঁও বিভাগ

Published : ০১:৩৩, ২ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের ভয়াবহ তাণ্ডব, পুলিশের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছে ‘কবজি কাটা’ গ্রুপের সদস্যরা। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন আল-আমিন নামে এক পুলিশ সদস্য। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় পুলিশ একটি গ্যারেজে অভিযান চালাতে গেলে কিশোর গ্যাংয়ের মূলহোতা জনি ও রনি হঠাৎ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই এক পুলিশ সদস্যকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে তারা।
স্থানীয়রা জানায়, মোহাম্মদপুর-আদাবর এলাকায় ‘কবজি কাটা’ নামে পরিচিত গ্যাং দীর্ঘদিন ধরেই ত্রাস সৃষ্টি করছে। কারাগারে থাকা আনোয়ারের হয়ে বর্তমানে জনি ও রনি এলাকা নিয়ন্ত্রণ করছে। বালুর মাঠকে কেন্দ্র করে তাদের প্রভাব বিস্তার, মাদক ব্যবসা ও দাপটের কারণে এলাকাবাসী সবসময় আতঙ্কে থাকে। এদের বিরুদ্ধে আগে বহু হত্যা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠলেও, গ্রেপ্তারের পর অল্প সময়েই তারা জামিনে বের হয়ে আবার একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, রাত ১১টার দিকে ৯৯৯-এ দুই পক্ষের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সে সময় আল-আমিন গাড়ির পাশে ছিলেন। হঠাৎ এক পক্ষ এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তার হাতে গুরুতর জখম হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারা এর সঙ্গে জড়িত এবং কোন গ্রুপের হয়ে তারা কাজ করছে, সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে।
BD/AN