ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনে ১১ মন্ত্রী নিহত

ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনে ১১ মন্ত্রী নিহত মন্ত্রীপরিষদের নিহত সদস্যদের শ্রদ্ধা জানায় হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৮, ১ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলের পরিচালনায় অংশ নেওয়া সরকারের ১১ জন মন্ত্রী নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) হুথি মালিকানাধীন সংবাদ সংস্থা সাবা এই তথ্য প্রকাশ করেছে।

গত ২৮ আগস্ট ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় নিহতদের মধ্যে রয়েছেন—বিচারমন্ত্রী মুজাহিদ আহমেদ, অর্থনীতিমন্ত্রী মঈন আল-মাহাকরি, কৃষিমন্ত্রী রাদওয়ান আল-রুবাই, পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের, জ্বালানিমন্ত্রী আলী হাসান, সংস্কৃতিমন্ত্রী আলী আল-ইয়াফেই, শ্রমমন্ত্রী সামির বাজালা, তথ্যমন্ত্রী হাশেম শরফ আল-দিন এবং ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ আল-মাওলিদ। এছাড়া নিহত হয়েছেন মন্ত্রী পদমর্যাদার সরকারি অফিসপ্রধান মোহাম্মদ আল-কাসবি এবং সচিব জাহিদ আল-আমদি।

এর আগে, রাশিয়ার বার্তা সংস্থা তাসে হুথি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাবিরও মৃত্যু হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ফার্স্ট ডেপুটি মোহাম্মদ মিফতাহ দায়িত্ব নেন।

হামলার পর সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে, হুথি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল-আতিফি বেঁচে গেছেন। তবে বিভিন্ন সূত্রে তার মৃত্যুর খবরও এসেছে।

২৮ আগস্ট বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল-হাউথি যখন টেলিভিশনে ভাষণ দিচ্ছিলেন, তখনই ইসরায়েলি বিমান সানায় হামলা চালায়। দখলদার ইসরায়েলি বাহিনী দাবি করেছে, এই হামলাটি হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হয়। ওই সময় ইসরায়েলি বিমান কমপক্ষে দশটি হামলা চালায়, যেখানে হুথি কর্মকর্তারা নেতার ভাষণ দেখার জন্য একত্রিত ছিলেন।

এই ঘটনার ফলে ইয়েমেনে হুথি-নিয়ন্ত্রিত প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর ব্যাপক ধাক্কা লেগেছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement