ট্রাম্পের সঙ্গে সমঝোতায় পুতিন, ইউক্রেন যুদ্ধ থামার ইঙ্গিত

ট্রাম্পের সঙ্গে সমঝোতায় পুতিন, ইউক্রেন যুদ্ধ থামার ইঙ্গিত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:২৩, ১ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ তথ্য প্রকাশ করেন।

পুতিন বলেন, দীর্ঘদিন ধরে চীন ও ভারত এই যুদ্ধ বন্ধে উদ্যোগী হয়ে কাজ করছে। তারা মস্কো ও কিয়েভের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে আসছে এবং একাধিক শান্তি প্রস্তাবও দিয়েছে। এসব প্রচেষ্টাকে তিনি ‘প্রশংসনীয়’ হিসেবে অভিহিত করেন।

রুশ প্রেসিডেন্ট আরও জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেন সংকট সমাধানে কয়েকটি বিষয়ে সমঝোতা হয়েছে। তার আশা, এ সমঝোতা যুদ্ধাবসানের পথ তৈরি করবে এবং খুব শিগগিরই সংঘাতের ইতি টানতে সহায়ক হবে।

২০১৪ সালে ক্রিমিয়া ইস্যু ও পরবর্তীতে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রচেষ্টাকে কেন্দ্র করে রাশিয়া-ইউক্রেন সম্পর্ক ক্রমেই অবনতি হতে থাকে। এর ধারাবাহিকতায় ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া, যা এখনও চলছে।

যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা আরোপ করে। একই সময়ে জাতিসংঘ, তুরস্ক, বেলারুশসহ নানা পক্ষ আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর চেষ্টা করলেও তাতে সফলতা আসেনি।

তিয়ানজিন সম্মেলনে পুতিন বলেন, “এই সংঘাতের মূল শেকড় ন্যাটোর সম্প্রসারণে নিহিত। পশ্চিমারা ইউক্রেনকে নিজেদের প্রভাব বলয়ের অন্তর্ভুক্ত করতে চাইছে। এতে সফল হলে সাবেক সোভিয়েত ইউনিয়নের আরও দেশ ন্যাটোতে যোগদানের পথে এগোতে পারে। এর ফলে রাশিয়ার নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা মারাত্মক ঝুঁকিতে পড়বে।”

তিনি স্পষ্ট করে দেন, পশ্চিমা দেশগুলো ন্যাটো সম্প্রসারণ বন্ধ না করলে স্থায়ীভাবে এই যুদ্ধের অবসান সম্ভব নয়।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement