বিদেশি কোম্পানির হাতে যাচ্ছে বিপিএলের দায়িত্ব

Published : ১৮:০২, ১ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে তুলে দেওয়ার বিষয়টি অনেকদিন ধরেই আলোচনায় ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এজন্য বিজ্ঞাপন দিয়ে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছিল।
অবশেষে বিদেশি প্রতিষ্ঠানের হাতেই যাচ্ছে বিপিএল আয়োজনের দায়িত্ব। দীর্ঘ প্রক্রিয়া শেষে তিন মৌসুমের জন্য দায়িত্ব নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক নামকরা স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘আইএমজি’। উল্লেখ্য, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলেরও ইভেন্ট ম্যানেজমেন্ট করে থাকে এই মার্কিন প্রতিষ্ঠান।
প্রথমে বিসিবির আহ্বানে সাড়া দিয়ে ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশের আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্র্যান্সপোর্ট গ্রুপসহ মোট সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে।
পরে পাঁচটি কোম্পানির প্রেজেন্টেশন নেয়ার পর সেখান থেকে তিনটি সংক্ষিপ্ত তালিকায় আসে। সেই সময় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, “আমরা মিটিংয়ে অনেক আলোচনা করেছি, তবে সিদ্ধান্তে পৌঁছাতে আরও দুই-তিন দিন লাগবে।”
অবশেষে আজ (সোমবার) বিসিবির বোর্ড মিটিংয়ে বিষয়টি চূড়ান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন বিপিএল আয়োজনের পুরো ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক আইএমজি। চুক্তি অনুযায়ী তিন মৌসুম বিসিবির সঙ্গে কাজ করবে তারা।
তবে আইএমজির সঙ্গে বিসিবির এ চুক্তি কত টাকার বিনিময়ে হচ্ছে—আইএমজি কত পারিশ্রমিক নেবে কিংবা বিসিবিকে কত ব্যয় করতে হবে—সে ব্যাপারে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
BD/AN