হাইকোর্টের রায়ে ক্ষুব্ধ উমামা: ‘ডাকসু ভোট ৯ তারিখেই হতে হবে’

হাইকোর্টের রায়ে ক্ষুব্ধ উমামা: ‘ডাকসু ভোট ৯ তারিখেই হতে হবে’

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫২, ১ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বতন্ত্র ঐক্য পরিষদের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা।

সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের রায়ের পরপরই তিনি নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।

পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, “ডাকসু নির্বাচন ৯ তারিখেই হতে হবে।”

এর আগে একই দিন হাইকোর্ট এক আদেশে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন। পাশাপাশি প্রার্থীদের মনোনয়ন, বাছাই ও চূড়ান্তকরণ এবং ভোটের প্রস্তুতি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত।

বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল আগামী ৯ সেপ্টেম্বর।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement