আরও ১৬ ইউনিট পথে, মোট ৩৬ ইউনিট কাজ করছে শাহজালাল বিমানবন্দরের

আরও ১৬ ইউনিট পথে, মোট ৩৬ ইউনিট কাজ করছে শাহজালাল বিমানবন্দরের ছবি: সংগৃহীত

রিয়াদ হোসেন

Published : ১৬:৫৭, ১৮ অক্টোবর ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট, আরও ১৬টি ইউনিট পথে রয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আকস্মিকভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, মোট ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নিচ্ছে। এর মধ্যে ২০টি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ঘটনার পর বিমানবন্দরের ফায়ার সেকশন, বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement