শাহজালালে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন

শাহজালালে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:২৪, ১৮ অক্টোবর ২০২৫

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শনিবার (১৮ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চিফ (ফ্লাইট সেফটি)–কে কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)–কে।

সাত সদস্যের এই কমিটি অগ্নিকাণ্ডের মূল কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং কার দায় রয়েছে তা খতিয়ে দেখবে। পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে সম্পর্কেও বিস্তারিত সুপারিশ দেবে কমিটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে।

উল্লেখ্য, শনিবার দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট দ্রুত অভিযান শুরু করে। পরে বিমানবাহিনী, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরাও তৎপরতায় যোগ দেন। প্রায় সাত ঘণ্টার টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষতির পরিমাণ জানানো হয়নি। তদন্ত শেষে সব তথ্য প্রকাশ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement