শাহজালালের আগুন নিয়ন্ত্রণে যোগ দিল নৌ ও বিমানবাহিনী

Published : ১৬:৩৪, ১৮ অক্টোবর ২০২৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট নিরলসভাবে কাজ করছে। আগুন নেভাতে সহযোগিতার জন্য ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ ইউনিটও মাঠে নেমেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়।
আইএসপিআর জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সমন্বিতভাবে কাজ করছে ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। তারা যৌথভাবে কার্গো ভিলেজের ক্ষতিগ্রস্ত এলাকায় আগুন নেভানোর পাশাপাশি আশপাশের স্থাপনাগুলো নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
এদিকে, আগুনের তীব্রতা কিছুটা কমলেও এখনো ধোঁয়ার দাপট রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরও বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই জানানো হবে…
বিডি/এএন