জুলাই সনদে স্বাক্ষর না করেও এনসিপি রাজনীতিতে সক্রিয়

Published : ১৬:৪৯, ১৮ অক্টোবর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর না করায় এনসিপি রাজনীতি থেকে বাদ পড়েনি; বরং যারা শুক্রবারের স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়েছেন, তারাই জনগণের আকাঙ্ক্ষা ও গণঅভ্যুত্থানের চেতনা থেকে বিচ্ছিন্ন হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদে স্বাক্ষর করা একটি আনুষ্ঠানিকতা মাত্র। তবে আমরা মনে করি, গতকালের অনুষ্ঠানে জনগণের প্রকৃত ইচ্ছা বা প্রত্যাশার কোনো প্রতিফলন ঘটেনি। জনগণের আন্দোলনের স্পিরিট সেখানে অনুপস্থিত ছিল।”
তিনি আরও বলেন, “যদি সনদের পেছনে কোনো আইনি ভিত্তি বা সাংবিধানিক কাঠামো না থাকে, তাহলে এটি জনগণের সঙ্গে একটি প্রতারণা হিসেবে দেখা দেবে। এনসিপি এই প্রতারণার অংশ হতে চায় না, বরং জনগণের প্রকৃত অধিকার ও প্রত্যাশার পাশে থেকে রাজনীতি চালিয়ে যাবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতারাও বলেন, এনসিপি গণআন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখবে, কোনো কৃত্রিম বা আনুষ্ঠানিক রাজনৈতিক জোটের অংশ নয়।
বিডি/এএন