শাহজালালে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীও যোগ

শাহজালালে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীও যোগ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৮, ১৮ অক্টোবর ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে, পাশাপাশি বিমানবাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীও মাঠে নেমেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী এবং সেনাবাহিনীও কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট, বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিজিবির দুই প্লাটুন সদস্য এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুপুর আড়াইটার দিকে। যেই সেকশনে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়েছিল।

এ কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ঢাকাগামী চারটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে দুটি অভ্যন্তরীণ চট্টগ্রাম-ঢাকা রুটের এবং দুটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল। আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে একটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক-ঢাকা রুট এবং অন্যটি এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য-ঢাকা রুটের।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement