শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে উদ্বিগ্ন তারেক রহমান

Published : ২০:১১, ১৮ অক্টোবর ২০২৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তারেক রহমান লিখেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে আমার প্রার্থনা ও সমবেদনা সকল ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের প্রতি। আশা করি, এই পরিস্থিতিতে সবাই নিরাপদে রয়েছেন।
তিনি আরও উল্লেখ করেছেন, জনসেবার প্রতি নিষ্ঠা ও সাহসের সঙ্গে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং মিরপুরের পোশাক কারখানা। তিনি বলেছেন, এসব অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে জননিরাপত্তা আরও জোরদার করা যায়।
বিডি/এএন