রংপুরে টাইফয়েড টিকা প্রদান নিয়ে সাংবাদিকদের সাথে পরামর্শ সভা

রংপুরে টাইফয়েড টিকা প্রদান নিয়ে সাংবাদিকদের সাথে পরামর্শ সভা ছবি: সংগৃহীত

রংপুর প্রতিনিধি

Published : ২৩:১৯, ১৮ অক্টোবর ২০২৫

রংপুরে টাইফয়েড জ্বরের টিকা প্রদান নিয়ে সাংবাদিকদের সাথে পরামর্শ সভা করা হয়েছে।

জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের শিশু ও কিশোর উন্নয়ন প্রকল্পের উদ্যোগে আজ ১৮ অক্টোবর শনিবার সকালে রংপুর বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে সভা হয়।  

সভায় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গাউছুল আযম চৌধুরী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড জ্বরের টিকা দেয়া হবে। সুষ্ঠুভাবে টিকাপ্রদান কার্যক্রম বাস্তবায়নসহ মিথ্যা—গুজব প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement