অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন তুললেন মিজানুর রহমান আজহারি

Published : ০০:৩৬, ১৯ অক্টোবর ২০২৫
ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারি ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বারবার আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তা শুধু দুর্ঘটনা কি না—সে বিষয়ে সংশয় উত্থাপন করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ১ মিনিটে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন করেছেন, এসব ঘটনা কি নিছক দুর্ঘটনা, নাকি অবহেলা ও অপ্রতিষ্ঠার ফসল? কিংবা এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র যা দেশের অর্থনৈতিক অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে সচেষ্ট?
পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেছেন, “এ দেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র—প্রতিবাদ, মানববন্ধন, মিছিল, গরম টকশো দু’একদিন, তারপর সবকিছু নিস্তব্ধ। আগুনের পর শোক—তারপর সেই চিরচেনা নীরবতা।” তিনি জোর দিয়ে বলেছেন, মিরপুর, চট্টগ্রাম ইপিজেডের পর আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর—প্রতিটি ঘটনার পরেই একই প্রশ্ন মনে জাগে: কোথায় ত্রুটি? কি কারণে আগুন থামছে না?
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে বলেছেন, প্রতিটি অগ্নিকাণ্ডের রহস্য খুঁজে বের করার এখনই সময়। “নিরপেক্ষভাবে তদন্ত করুন, খতিয়ে দেখুন এবং যথাযথ ব্যবস্থা নিন,”—এই অনুরোধ জানিয়েছেন তিনি।
একই পোস্টের কমেন্ট বিভাগে তিনি আরও লিখেছেন, সাম্প্রতিক সময়ে ঢাকা থেকে শুরু করে সারা দেশের শিল্প-কারখানা, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বাণিজ্যিক এলাকায় বারবার আগুন লেগে দেশকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে—এটি এক অশনি সংকেত। তিনি স্বীকার করেছেন যে অপরিকল্পিত নগরায়ন, অপ্রতুল অগ্নি-নিরাপত্তা, দাহ্য পদার্থের অবৈধ মজুত, ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, গ্যাস লিকেজ ও জনসচেতনতার অভাব এসব দুর্ঘটনার মূল কারণ। তবু, “এভাবে ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ড ঘটানোর মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার পরিকল্পনা আছে কি না—তাও গভীরভাবে খতিয়ে দেখা উচিত,”—মত দিয়েছেন তিনি।
শেষে মিজানুর রহমান আজহারি প্রার্থনা করেন—হে আল্লাহ, আমাদের প্রিয় বাংলাদেশকে সব ধরনের বিপদ, বিশেষ করে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা করুন; আমাদের ধৈর্য দিন এবং এই বিপদ কাটিয়ে উঠার তাওফিক দিন।
বিডি/এএন