শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:০০, ১৮ অক্টোবর ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্র জানায়, ফ্লাইট চলাচল পুনরায় শুরুর পর দুবাই থেকে ঢাকাগামী ফ্লাই দুবাই এয়ারলাইনসের একটি ফ্লাইট শাহজালালে নিরাপদে অবতরণ করেছে।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ঘটে। তবে ফায়ার সার্ভিস, বিমানবাহিনী এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগুনের ঘটনায় কেউ নিহত হননি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সব সংস্থা ঘনিষ্ঠভাবে কাজ করেছে। আগুন সম্পূর্ণ নেভার পর রাত ৯টা থেকে ফ্লাইট কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়।

এদিকে বিমান উপদেষ্টা ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করেন।

ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্তে অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সুপারিশ করা হবে।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় যাত্রী ও সাধারণ জনগণের ধৈর্য, সহযোগিতা এবং বোঝাপড়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

অন্যদিকে শনিবার বিকেলে আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান জানান, আগুন নেভাতে গিয়ে ২২ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৫ জন আনসার সদস্য এবং ৭ জন ফায়ার সার্ভিস সদস্য। আহতদের মধ্যে ৮ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল জানায়, আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় আহত ফায়ার কর্মীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট টানা প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে, যা বিমানবন্দরের ইতিহাসে অন্যতম বৃহৎ অগ্নিকাণ্ড মোকাবেলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement