গোলাম মাওলা রনির উদ্বেগ: শাহজালাল বিমানবন্দর আগুন

গোলাম মাওলা রনির উদ্বেগ: শাহজালাল বিমানবন্দর আগুন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:১২, ১৯ অক্টোবর ২০২৫

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, কার্গো ভিলেজ এখন জ্বলছে—এ ঘটনায় হাজার হাজার কোটি টাকার ক্ষতি হবে, বিপর্যস্ত হবে দেশের অর্থনীতি, এবং অগণিত মানুষের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এই আশঙ্কা ও ক্ষোভ প্রকাশ করেন।

গোলাম মাওলা রনি লিখেন, “জরুরি আমদানি ও রপ্তানি পণ্য পুড়ে ছারখার হয়ে গেছে। এতে বহু শিল্পকারখানা, আমদানি-রপ্তানি প্রতিষ্ঠান বিপাকে পড়বে। শ্রমিক, সি অ্যান্ড এফ এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডিং কোম্পানি ও এয়ারলাইন এজেন্টদের জীবনজীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “কাস্টমস ও সিভিল এভিয়েশনসহ রাষ্ট্রের রাজস্ব খাত দীর্ঘমেয়াদে কয়েক লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে। এই অগ্নিকাণ্ডের প্রভাব শুধু ব্যবসা-বাণিজ্যেই নয়, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরও পড়বে।”

গোলাম মাওলা রনি প্রশ্ন তোলেন, “বাংলার ইতিহাসে এত বড় বিপর্যয় কি আমরা আগে কখনও দেখেছি? এটি কি মানবসৃষ্ট দুর্ঘটনা, নাকি প্রকৃতির কোনো অভিশাপ?”

শেষে তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন, “ইয়া আল্লাহ, আপনি আমাদের হিদায়েত দিন, এই বিপর্যয় থেকে দেশ ও জাতিকে রক্ষা করুন।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement