২১ শিক্ষককে গ্রেপ্তারের নির্দেশ

২১ শিক্ষককে গ্রেপ্তারের নির্দেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৫৬, ২৮ জানুয়ারি ২০২৬

অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়টি প্রাথমিক বিদ্যালয়ের ২১ জন শিক্ষকের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার আসামি হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন এ গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

এর আগে, ২০২০ সালের ৯ ডিসেম্বর দুদকের বর্তমান কেন্দ্রীয় দপ্তরের উপ-পরিচালক ও বরিশালের সাবেক সহকারী পরিচালক হাফিজুর রহমান মেহেন্দিগঞ্জ উপজেলার নয়টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও কার্যক্রম শেষে এ মামলা বিচারিক পর্যায়ে পৌঁছেছে।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন পুতুল রানী মন্ডল, কল্যানী দেবনাথ, গোলাপী রানী, সাবনিন জাহান, সুরাইয়া সুলতানা, সুবর্ণা আক্তার, কাওসার হোসেন, মো. মনিরুজ্জামান, ফাতেমাতুজ হোজরা, রোকসানা খানম, শহিদুল ইসলাম, রেশমা আক্তার, রহিমা খাতুন, আকতার হোসেন খোকন, নাছরিন, মনির হোসেন, রেহেনা পারভীন, আহসান হাবীব, সামসুন্নাহার, আক্তারুজ্জামান মিলন ও মনিরুজ্জামান।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার এসব কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। এরপর শিক্ষকদের ভুয়া রেকর্ডপত্র সঠিক হিসেবে ব্যবহার করে নিয়োগ দেখানো হয় এবং এর মাধ্যমে এক কোটি ১৫ লাখ ২৯ হাজার ৩১৮ টাকা আত্মসাৎ করা হয়।

তিনি আরও জানান, দুদকের কর্মকর্তা রাজ কুমার সাহা গত বছরের ১৪ ডিসেম্বর ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক চার্জশিট গ্রহণ করার পর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement