মোস্তাফিজের জন্য এলো বড় সুখবর

মোস্তাফিজের জন্য এলো বড় সুখবর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫৩, ২৮ জানুয়ারি ২০২৬

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা দেশের ক্রিকেটাঙ্গনে গত তিন সপ্তাহ ধরে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। এই নিয়ে নানা জল্পনা থাকলেও পুরো সময়জুড়েই মোস্তাফিজ নিজে নীরব থেকেছেন।

গণমাধ্যমে এই বিষয়ে কোনো বক্তব্য দেননি তিনি। এরই মধ্যে, বাংলাদেশ জাতীয় দল টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় ক্রিকেটাররা দীর্ঘ বিরতিতে রয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই মোস্তাফিজ ব্যক্তিগত সাফল্যের একটি সুখবর পেলেন।

আইসিসির সর্বশেষ প্রকাশিত টি–টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিং অনুযায়ী মোস্তাফিজুর রহমান একটি ধাপ এগিয়ে এখন সপ্তম স্থানে অবস্থান করছেন। তাঁর রেটিং পয়েন্ট ৬৬৫। বাংলাদেশি বোলারদের মধ্যে এই অবস্থান একমাত্র মোস্তাফিজের।

মোস্তাফিজের পর বাংলাদেশি বোলারদের মধ্যে আছেন শেখ মেহেদী হাসান, যিনি এক ধাপ পিছিয়ে ১৪ নম্বরে রয়েছেন, তার রেটিং পয়েন্ট ৬৩৪। এছাড়া রিশাদ হোসেন ১৭ নম্বরে অবস্থান করছেন, তাঁর রেটিং পয়েন্ট ৬১৯। সেরা বিশের মধ্যে এই তিনজনই বর্তমানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারে কোনো পরিবর্তন হয়নি। তালিকার শীর্ষে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে আফগানিস্তানের রশিদ খান (৭৩৭), তৃতীয় স্থানে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৭০২) এবং চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি (৬৯১)। তবে শীর্ষ পাঁচে একটি পরিবর্তন এসেছে; পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন।

মোস্তাফিজের এই উন্নতি তার ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ধরা হচ্ছে এবং দেশের ক্রিকেট ভক্তদের জন্যও সুখবর বয়ে এনেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement