জাতীয় নির্বাচন সামনে রেখে সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ো

জাতীয় নির্বাচন সামনে রেখে সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ো ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৪, ২৩ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধির কঠোর প্রতিপালন নিশ্চিত করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ–২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারার আওতায় ভোটগ্রহণের দিনসহ ভোটের দুই দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রয়োগ করবেন। এর মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট অথবা রিটার্নিং অফিসারের কাছে অবশ্যই যোগদান বা রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

এ ছাড়া জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ অধিক্ষেত্রে এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন করবেন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করে দেবেন। প্রতিদিন পরিচালিত মোবাইল কোর্টের বিস্তারিত তথ্য নির্ধারিত ছকের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে অবহিত করতে বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, জনস্বার্থে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নামের পূর্ণাঙ্গ তালিকা দেখতে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ক্লিক করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement